এমপি প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন
২৯ অক্টোবর ২০১৮ ১৫:১৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী চাইলে অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এমন প্রস্তাব রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও’র সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আরপিও’র খসড়ায় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধানও রাখা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আরপিও সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার ও অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখা হয়েছে। আরপিও সংশোধনীটি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে।
ইভিএম ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইভিএম নিয়ে জনগণের মনে অহেতুক ভীতি আছে। এ বিষয়ে বলতে পারি, কোনো ইভিএম মেশিনের নেটওয়ার্ক ব্যবস্থা থাকবে না। তাই এটিকে হ্যাকড করার কোনো সুযোগ নেই। এছাড়া ভোট দিতে গিয়ে কোনো নাগরিক যাতে প্রতারিত না হয় ইভিএমে সে নিশ্চয়তা থাকবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে কত জায়গায় ইভিএম ব্যবহার করা হবে তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে।
অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থীরা আগে হাতে হাতে মনোনয়নপত্র জমা দিতেন। আরপিও সংশোধনী প্রস্তাবের ১২(৩) ধারায় উল্লেখ করা আছে, এখন থেকে তারা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। কোনো প্রার্থী ঋণ খেলাপি আছে কি না সেটাও একদিনের মধ্যে ক্লিয়ারেন্স পাওয়া যাবে।’
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘কেউ ভোট কেন্দ্রে হাঙ্গামা করলে, ইচ্ছাকৃতভাবে ইভিএম নষ্ট করলে কিংবা ইভিএম চুরি করলে তার দণ্ড হিসেবে সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।’
ভোট গ্রহণকালে ইভিএমে গোলযোগ দেখা গেলে ভোট বন্ধ রাখা হবে কি না সাংবাদিকরা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এরকম কোনো সমস্যা হলে ওই কেন্দ্রে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়ার ব্যবস্থা থাকবে।’
সোমবার মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন ২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো বিশ্ববিদ্যালয় আইন ২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন, জাতীয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি নীতিমালা ২০১৮-এর খসড়া অনুমোদন, জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা ২০১৮-খসড়ার অনুমোদনও দেওয়া হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/একে