গাজীপুরে একাধিক মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
২৯ অক্টোবর ২০১৮ ১৭:৫০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোতালেব। তিনি একাধিক মামলার আসামি ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে মোতালেব বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুর পাড়ে যান। এসময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ৭/৮ জন ব্যক্তি তার গতিরোধ করে। হঠাৎ করেই তারা ধারালো অস্ত্র দিয়ে মোতালেবকে এলোপাতাড়ি আঘাত করে। মোতালেবের চিৎকার শুনে তার বাবা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। এসময় ঘটনাস্থলেই মোতালেব মারা যান। সেখান থেকে গুরুতর আহত মোতালেবের বাবাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের মা মমতাজ বেগমের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জহির, ফিরোজসহ ৪-৫ জন তার ছেলে মোতালেবকে কুপিয়ে হত্যা করেছে। তিনি নির্মম এ হত্যার বিচার দাবি করেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রুহুল আমিন সরকার বলেন, মোতালেব একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার আলামত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন