ষষ্ঠদিনে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন
৬ জানুয়ারি ২০১৮ ১৪:০৪
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে মাদরাসার শিক্ষকেরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছে।
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ কর্মসূচি পালন করে যাবে জানান, ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।
তিনি জানান, গত ১০নভেম্বর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধব করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। তখন ৩১ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়। তাতেও কোনো কাজ না হওয়ায় ১ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তিনি জানান।
সারাবাংলা/এজেডকে/এমএ