বোয়িং ৭৭৭ : নিখোঁজ রহস্য উন্মোচনের সম্ভাবনা
৬ জানুয়ারি ২০১৮ ১৫:২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রায় সাড়ে তিন বছর আগের ঘটনা। বোয়িং ৭৭৭ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ভারত মহাসাগরের ওপর এসে হঠাৎ উধাও হয়ে যায় সেটি। ১২ জন ক্রুসহ ২৭৭ জন যাত্রী নিয়ে বিমানটি যেন চিরতরে হারিয়ে যায়।
ঘটনাটি সে সময় বিশ্ব মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলে। মালয়েশিয়ান সরকার বিমানটির অবস্থান বের করার জন্য অনুসন্ধানে নেমে যায়। মালয়েশিয়ার সঙ্গে যোগ দেয় চীন এবং অস্ট্রেলিয়া।
তিন দেশ মিলে ভারত মহাসাগরে ১০৪৬ দিনের অনুসন্ধান কার্যক্রম চালায়। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। ফলে গত বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয় সকল প্রকার অনুসন্ধান কার্যক্রম।
তবে এ বছর মালয়েশিয়ান সরকার পুনরায় বিমানটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আর এ উদ্দেশ্যে আমেরিকার একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশটি।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়াঙ লাই শনিবার এক বিবৃতিতে বলেন, ‘সরকার বিমানটির অনুসন্ধানে প্রতিজ্ঞাবদ্ধ।’
তবে তিনি বলেন, ‘আমি খুব বেশি আশার গল্প শুনাতে পারছি না’
বিশেষজ্ঞের একটি দল এরই মধ্যে ২৫০০ হাজার বর্গ কিলোমিটার জায়গা চিহ্নিত করেছে। তবে এ রহস্য উন্মোচিত হবে নাকি ইতিহাসের অন্ধকারে রয়ে যাবে তা অনুসন্ধানের পরেই জানা যাবে।
সারাবাংলা/এসআরপি/একে