Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে আমীর খসরু


২৯ অক্টোবর ২০১৮ ২০:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজিরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। আরেক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকেও কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম এম এম খায়রুল আমিনের আদালতে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবুল হাশেম বক্করকে হাজির করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে জামিনের আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।

আরও পড়ুন- আমির খসরু রিমান্ডে

তবে আবুল হাশেম বক্করকে হাজিরের পর তার আইনজীবীরা আদালতে জামিনের আবেদন জানান। আদালত মঙ্গলবার (৩০ অক্টোবর) শুনানির দিন ঠিক করেছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন এই নেতার আইনজীবী আব্দুস সাত্তার।

এর আগে, নিরাপদ সড়কের আন্দোলনের সময় ফাঁস হওয়া একটি অডিও কথোপকথনের ভিত্তিতে উসকানির অভিযোগে আমীর খসরুর বিরুদ্ধে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ওই মামলায় তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

এরপর গত ২১ অক্টোবর আমীর খসরু ওই মামলায় চট্টগ্রাম আদালতে জামিন নিতে গেলে সেখানে পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের হয়। ওই মামলায় আবুল হাশেম বক্করকে রিমান্ডে নেওয়া হয়।

সারাবাংলা/আরডি/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর