মেঝে খুঁড়ে মিললো ফেনসিডিল, নারী আটক
২৯ অক্টোবর ২০১৮ ২১:০৪
।। লোকাল করেসপন্ডেন্ট ।।
দিনাজপুর (হিলি): দিনাজপুরের হিলিতে ১৩৫ বোতল ফেনসিডিলসহ সাবিনা ইয়াসমিন (৩০) নামে এক নারীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
সোমবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার চণ্ডিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চণ্ডিপুর গ্রামের মিজানুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। ঘরের মেঝে খুঁড়লে ১৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এটি