Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথ্যা তথ্য দিয়ে আনা মোবাইল ফোন-ওয়াকিটকি-রাউটার জব্দ


২৯ অক্টোবর ২০১৮ ২১:৪৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মিথ্যা তথ্য দিয়ে আমদানি করা মোবাইল ফোন, ওয়াকিটকি ও রাউটার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার (২৯ অক্টোবর) শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল (রোববার) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এগুলো জব্দ করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের এয়ারক্রাফট দল ১ হাজার ৫১৪ পিস মোবাইল ফোন, ২০ পিস ওয়াকিটকি ও ২২ পিস রাউটার জব্দ করে। এর বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

মো. সহিদুল ইসলাম আরও জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে কার্টন খুলে এগুলো পাওয়া যায়। এই ঘটনায় সোমবার শুল্ক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১২৫ ও ১২৬। জব্দ মালামালগুলো ঢাকা কাস্টম হাউজের রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর