জঙ্গিবাদে অর্থায়ন-অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার ৮
২৯ অক্টোবর ২০১৮ ২২:২০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে অর্থ আত্মসাৎ, জঙ্গিবাদে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া রমনা থানার একটি মামলার ৮ আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।
সোমবার (২৯ অক্টোবর) রাতে সিআইডি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল (রোববার) সিআইডি’র একটি দল রাজধানীর রমনা থেকে তাদের গ্রেফতার করে। এরা হলেন, মু. ফজলুল হক রিকাবদার, হুমায়ুন কবীর, আশরাফুল হক, আসগর হোসাইন, শেখ শাহজাহান কবীর, মনিরুল ইসলাম, আব্দুর রউফ ও আল মামুন খন্দকার। তাদের বিরুদ্ধে রমনা থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০/১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪/৪(২) ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-৪০। এই মামলাটি তদন্ত করছে সিআইডি।
সিআইডি সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে ধর্মীয় উগ্রগোষ্ঠী কাছ থেকে অর্থ এনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মৌলবাদ ও জঙ্গিবাদ প্রচারণার কাজে ব্যয় এবং অর্থআত্মসাৎ করে আসছিল। ১৯৭৭ সালে ‘বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি’ প্রতিষ্ঠিত হয়। যার প্রতিষ্ঠাতা ছিলেন জামায়াতের তৎকালীন নায়েবে আমীর মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। এটি এনজিও ব্যুরো থেকে অরাজনৈতিক বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান (এনজিও) হিসেবে অনুমোদিত হলেও এর যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে।
পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষিবিদ সদস্যরা নব কৃষি প্রাইভেট লিমিটেড ও নবধারা কল্যাণ ফাউন্ডেশন গড়ে তোলে মৌলবাদ ও জঙ্গিবাদ প্রচার করে। ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির অনুকূলে মোট ৬২ কোটি ৫৬ লাখ টাকা বিদেশি অনুদান আসে।
সারাবাংলা/এসএইচ/এটি