Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ফজলুল হকের মৃত্যু


৩০ অক্টোবর ২০১৮ ১১:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: পিরোজপুরের ভান্ডারিয়ার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. ফজলুল হক হাওলাদার (৮০) অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আবু হানিফ জানান, ফজলুল হকের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। সেখানকার মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি তিনি। বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকেই তাকে কয়েক দফা ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, আজ সকালে কারাগারে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

আসামি দণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধ মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর