ছিটমহলবাসীদের জমির মালিকানা দেওয়ার নির্দেশ মমতার
৩০ অক্টোবর ২০১৮ ১২:২০
।। শুভজিৎ পুততন্ডু।।
কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সফরে গিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর স্থানীয়দের সাথে আলাপের পর তিন দিনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে ছিটমহলবাসীদের জমির মালিকানা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের তিন বছর পর দুদিনের কোচবিহার সফরে যান মমতা। সোমবার(২৯ অক্টোবর) দুপুরে কলকাতা থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে বিকেল সোয়া তিনটা নাগাদ তিনি কোচবিহারে এসে পৌঁছান। সেখানে মমতা ‘উৎসব’ নামে একটি অডিটোরিয়ামের উদ্বোধন করেন।
মমতা ছিটমহলবাসীদের খোঁজ-খবর নেন এবং কোচবিহার জেলার বিধায়ক ও সাংসদ ও প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠকে বসেন। বৈঠকে ছিটমহলের মানুষ চুক্তি অনুযায়ী সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা জানতে চান।
এসময় মমতা প্রশ্ন তুলেন, এখনও কেন ছিটমহলের মানুষরা জমির অধিকার পায়নি? সঠিক জবাব দিতে না পারায় ভূমি দফতরের আধিকারিকদেরও মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন। মমতা তিন দিনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে ছিটমহলবাসীদের জমির মালিকানা দেওয়ার নির্দেশ দেন।
এছাড়া, মুখ্যমন্ত্রী মমতা ছিটমহলের উন্নয়নের অর্থ বরাদ্দ বিষয়ে কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন।
মমতা অভিযোগ করে বলেন, ছিটমহলের উন্নয়নের জন্য কেন্দ্র যে টাকা দেবে বলেছিল, তার পুরোটা এখনও দেয়নি।
সারাবাংলা/এনএইচ