পুলিশের বাধায় পণ্ড বাম জোটের কর্মসূচি
৩০ অক্টোবর ২০১৮ ১৬:৪৬
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: চার দফা দাবি আদায়ে বাম জোটভুক্ত দলের নেতাকর্মীরা বঙ্গভবন অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়েছে। পরে বাংলা মোটর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে জোটটি।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে বাম জোটের নেতাকর্মীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। মিছিলটি দৈনিক বাংলা মোড়ে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে মিছিলটি পুলিশ আটকে দেয়।
পুলিশের বাধায় বাম জোটের নেতাকর্মীরা বাংলা মোটরে থেমে যান। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক।
জোটের নেতা সাইফুল হক বলেন, ‘সরকারকে আমরা বলেছি সংলাপে বসুন। নির্বাচনের জন্য কীভাবে নিরপেক্ষ তদারকি সরকার গঠন হবে সেভাবে শলাপরামর্শ করুন। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। আমরা বলেছি নির্বাচন কমিশন সরকারের অনুগত, সরকারের তাবেদারি ভূমিকা পালন করতে গিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির মর্যাদা ভূলুণ্ঠিত করছে। সে জন্য আমরা বলেছি, অবশ্যই নির্বাচন কমিশনকে পুনগর্ঠন করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের মিছিল এখানে বাধাগ্রস্ত হয়েছে। আমরা এর নিন্দা জানাই।’
সাইফুল হক জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় মুক্তিভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে শেষে তিনি নেতাকর্মীদের মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় বাম গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কসহ ৫/৬ জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে যান।
জাতীয় নির্বাচন কেন্দ্রিক দাবিগুলো হলো- ১. নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে, সব দল ও সমাজের অপরাপর মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। ২. নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। ৩. জনগণের আস্থাহীন সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ৪. সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা, প্রশাসনিক কারসাজি নির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে মতিঝিল জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম শিবলি নোমান সারাবাংলাকে বলেন, ‘বঙ্গভবনে এত নেতাকর্মী নিয়ে প্রবেশের অনুমতি নেই। কারণ সেটি বিশেষ এলাকা। তাই নিরাপত্তার স্বার্থে বাম জোটের নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে পাশাপাশি বিষয়টি তাদের বোঝানো হয়েছে। তারাও সেটি বুঝতে পেরে মিছিল সরিয়ে নিয়েছে।’
সারাবাংলা/এসএইচ/একে
জাতীয় সংসদ নির্বাচন জাতীয়-নির্বাচন নিরপেক্ষ সরকার বাম গণতান্ত্রিক জোট বাম জোট