Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ দলে থেকেই নির্বাচনে অংশ নেবে আম্বিয়া-বাদলের জাসদ


৩০ অক্টোবর ২০১৮ ১৭:২৪

আম্বিয়া

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আম্বিয়া-বাদল অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, আমরা ১৪ দলে থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। আমরা ১৪ দলের জোটে আছি, ১৪ দলে থাকব।’

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার (৩০ অক্টোবর) জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আম্বিয়া বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমরা জঙ্গি-সন্ত্রাস নির্মূল করব। বৈষম্যহীন সমাজ তৈরি করব।’

তিনি বলেন, ‘আমরা সমাজ বদলের জন্য ৪৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমরা জাসদের মূলনীতিতে আছি। যারা এখান থেকে বেরিয়ে গেছে, তারা অন্য নীতিতে আছে।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জাসদ সভাপতি বলেন, ‘আপনাদের কাজ হলো সক্রিয় রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া। কিন্তু আপনারা তা পালন করতে পারেনি।’

গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার দায়িত্ব আপনাদের না বলেও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মন্তব্য করেন জাসদের এ নেতা।

সারাবাংলা/এএইচএইচ/একে

আম্বিয়া একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন জাসদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর