Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ ডিসেম্বরের আশেপাশে সংসদ নির্বাচন না করার আহ্বান


৩০ অক্টোবর ২০১৮ ১৭:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ২৫ ডিসেম্বরের আশেপাশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান অ্যাসোসিয়েশনের নেতারা।

এদিন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওর নেতৃত্বে ১৫ সদস্যর একটি প্রতিনিধিদ ল সিইসি‘র সঙ্গে স্বাক্ষাৎ করে। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক হেমন্ত আই কোড়াইয়া উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০ ডিসেম্বরের আগে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে করার আহ্বান জানানো হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে আরও চারটি দাবি জানানো হয়। সেগুলো হলো, নির্বাচনের আগে ও পরে খ্রিস্টান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা; সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা; তাদের উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করা এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

সারাবাংলা/জিএস/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর