Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও একসঙ্গে জন আব্রাহাম-ইলিয়ানা ডিক্রুজ


৩০ অক্টোবর ২০১৮ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

জন আব্রাহামের সময়টা বেশ ভালো যাচ্ছে বলা যায়। চলতি বছর পরপর তার দুটি সিনেমা বক্স অফিসে সফল হয়। সিনেমা দুটি যথাক্রমে ‘পরমানু’ ও ‘সত্যমেব জয়তে’। সেকারণে বলিউড পরিচালকরা জন আব্রাহামকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় আনিস বাজমি তার নতুন সিনেমায় ভরসা রেখেছেন তার ওপর। তিনি আব্রাহামকে নিয়ে নির্মাণ করবেন কমেডি ঘরানার ‘সাদি সাতি’ সিনেমা। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

সিনেমা প্রসঙ্গে তিনি জানান, ‘হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী “সাদি সাতি” হচ্ছে কোন ব্যক্তির সব থেকে খারাপ সময়। সবকিছু ভুল হয়ে যেতে পারে। আমার সিনেমা কমেডির বিষয়বস্তু সেখান থেকে নেয়া।’

বিজ্ঞাপন

সিনেমাটির চিত্রনাট্য লিখতে ছয় মাস সময় নিয়েছেন আনিস। তারপর তিনি জন আব্রাহামকে সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচিত করেন। আনিস বলেন, ‘যখন জন চিত্রনাট্য শোনেন তখন তিনি মুখের ভাষা হারিয়ে ফেলেন। সাথে সাথে অভিনয় করতে রাজি হয়ে যান। আমার মনে হয় এই সময়ে হাসি-খুশির সিনেমা খুব দরকার।’

এদিকে এই সিনেমায় জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে ইলিয়ানা ডিক্রুজকে। ইলিয়ানা সম্পর্কে জন বলেন, ‘আমি এর আগে ইলিয়ানার সঙ্গে কাজ করেছি। সে খুব পেশাদার অভিনেত্রী। আমি বিশ্বাস করি নতুন সিনেমাতেও তার সঙ্গে আমার ভালো জুটি গড়ে উঠবে।’

সারাবাংলা/আরএসও/পিএম

আনিস বাজমি ইলিয়ানা ডিক্রুজ জন আব্রাহাম

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর