কানে হেডফোন, ট্রেনের নিচে প্রাণ গেল যুবকের
৩০ অক্টোবর ২০১৮ ১৮:২৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গান শুনতে শুনতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. রাকিব হোসেন (২১)। কানে হেডফোন থাকায় শুনতে পায়নি পেছন থেকে আসা ট্রেনের হুইসেলের শব্দ। ওই ট্রেনের নিচে পড়েই করুণ মৃত্যু হয়েছে রাকিবের।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় ট্রেন দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের কাছে এই বিবরণ পেয়েছে পুলিশ।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সারাবাংলাকে বলেন, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গিয়ে প্রাণটাই গেছে রাকিবের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী শাটল ট্রেন বারবার হুইসেল দিলেও শুনতে পাননি রাকিব।
রাকিব ফেনী জেলার ছাগলনাইয়া দক্ষিণ মুঞ্জা এলাকার মো. জাফর আহমদের ছেলে। তিনি নাসিরাবাদ পলিটেকনিক সংলগ্ন রুপসী হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।
ঝাউতলা এলাকায় মামাতো ভাইয়ের মুদি দোকানে রাকিব হোসেন কাজ করতেন বলে সারাবাংলাকে জানান এসআই জাকির।
সারাবাংলা/আরডি/এমআই