Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথাসাহিত্যিক শওকত আলী লাইফ সাপোর্টে


৬ জানুয়ারি ২০১৮ ১৬:০৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :  কথাসাহিত্যিক শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। লেখকের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার সকালে লেখকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অসুস্থতার কারণে বৃহস্পতিবার তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে শুক্রবার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু শনিবার ভোর থেকে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।

দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮১ বছর বয়সী এ লেখক।

বাংলা ভাষার খ্যাতিমান লেখক শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও লেখক হিসেবেই হয়ে ওঠেন খ্যাতিমান। লেখালেখির জন্য পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, আলাওল পুরস্কারসহ বহু সম্মাননা।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, পূর্বদিন পূর্ব রাত্রি, উত্তরের খেপ, পিঙ্গল আকাশ, জননী ও জাতিকা।

সারাবাংলা/পিএম

শওকত আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর