Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলের ছাদ থেকে ৩ ছাত্রকে ফেলে দিল আরেক ছাত্র


৩০ অক্টোবর ২০১৮ ১৯:৩৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর একটি স্কুলের তৃতীয় তলার ছাদ থেকে তিন ছাত্রকে ফেলে দিয়ে গুরুতর আহত করেছে অপর এক ছাত্র।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নয়াবাজার (আরমানিটোলা) হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও অন্য একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে আছে, ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. হাবিব (১২), সপ্তম শ্রেণির ছাত্র তাহসিন আবির (১৩) ও আরিয়ান (১২)। তারা সবাই একই স্কুলের শিক্ষার্থী।

এ খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত অভিবাবকরা স্কুলের সামনে ভিড় জমাতে শুরু করেন।

স্কুলের শিক্ষক মো. বেলায়েত হোসেন জানান, ‘আমাদের স্কুলের ৯ম শ্রেণির ছাত্র রেদোয়ান আহমেদ (১৬) আজ দুপুর  বেলা ৩টার দিকে স্কুলের ছাদ থেকে তিন ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ‘রেদোয়ানের কিছু সমস্যা আছে। মাঝে মধ্যেই অসুস্থ হয়। আজকে ছাদ থেকে পড়ে আহতরাসহ কয়েকজন ছাত্র রেদোয়ানকে পাগল ও অন্যান্য কথা বলে উত্তেজিত করলে রাগান্বিত হয়ে সে তিনজনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়।’

তবে স্কুলের কয়েকজন ছাত্র জানিয়েছে, রেদোয়ানের কোনো সমস্যা নেই। তাকে আগে কখনো এরকম করতে দেখা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশবক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত দুজনের মাথায় আঘাত রয়েছে। দুজনের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন ছাত্রকে অন্য আরেক ছাত্র স্কুলের ছাদ থেকে ফেলে দিয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

ছাদ থেকে ফেলে তিন ছাত্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর