Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ


৩০ অক্টোবর ২০১৮ ২০:৫২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দু’টি কারখানা থেকে ৫ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং পলিথিন ব্যাগ তৈরির কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদফতর। একইসঙ্গে কারখানা দু’টিকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ অক্টোবর) পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী মেজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন মো. এমদাদুল হোসেন এবং মো. আব্দুর রহিম।

কাজী তামজীদ আহমেদ জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের কারণে ঢাকা শহরের অনেক নদী ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ তৈরি হয়। তাই নিষিদ্ধ পলিথিন কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর