Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে যা লিখেছেন বি. চৌধুরী


৩০ অক্টোবর ২০১৮ ২১:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজনৈতিক দলগুলোর সঙ্গে অাওয়ামী লীগের সংলাপে বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে বিকল্পধারার প্রেসিডিয়াম কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ।

সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে এবার বিকল্পধারার চিঠি

আজ সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চিঠি নিয়ে যান বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী লিখেছেন, ‘আমরা খুশি হয়েছি, আপনি নির্বাচন সম্পর্কীয় সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। আমরা আপনাকে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশ-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি, রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই, সেই প্রস্তাবটি আপনি গ্রহণ করেছেন।’

চিঠিতে বি. চৌধুরী আরও উল্লেখ করেছেন, ‘ইনশাল্লাহ- বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধামতো আমাদের আমন্ত্রণ জানালে আমরা খুশি হবো।’

এ ছাড়াও বলেছেন, ‘জাতির এই রাজনৈতিক ক্রান্তিলগ্নে আমাদের সকলের শুভেচ্ছা ও সৌহার্দের মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব বলে বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

প্রেসিডিয়াম বৈঠকে উপস্থিত ছিলেন, মেজর আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, প্রেসিডেন্টের বিশেষ আমন্ত্রণে ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ ও ব্যারিস্টার ওমর ফারুক।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

বি চৌধুরী বিকল্পধারা

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর