Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপে আগ্রহী বামজোটও


৩১ অক্টোবর ২০১৮ ১০:১৭

।। আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোট সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী। তবে এজন্য তারা সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না। তবে এরইমধ্যে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

জোটের দায়িত্বশীল একটি সূত্র সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, বাম গণতান্ত্রিক জোটের দাবি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি। এসব নিশ্চিতে অনেকদিন ধরেই সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তাদের মতে, দেশে এখনো অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ করে সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানাচ্ছেন তারা।

নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো, নির্বাচনের আগে সেনা মোতায়েনসহ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় তা করার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে আগ্রহী বাম গণতান্ত্রিক জোট। তবে অন্যান্য দলের মতো আনুষ্ঠানিক চিঠি দিয়ে বসার আহ্বান জানাতে রাজি নন তারা। কারণ এরইমধ্যে তারা তাদের দাবিগুলো সরকারকে জানিয়েছেন।

এসব বিষয় জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সারাবাংলাকে বলেন, ‘সরকারের সাথে বসতে আমরা আগ্রহী। তবে আনুষ্ঠানিক চিঠি দিতে হবে কেন? আমরা তো আগে থেকেই দাবিগুলো জানিয়ে আসছি।’

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘চিঠি দেওয়ার বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেই নি। চিঠি দিতে হবে কেন? আমরা তো আগে থেকেই জানিয়ে আসছি। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, সরকার চাইলে আমরা সংলাপে বসবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

বাম গণতান্ত্রিক জোট সংলাপ সিপিবি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর