Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ফানুস উড়ানো নিষিদ্ধ


৬ জানুয়ারি ২০১৮ ১৬:৫৩

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ফানুস উড়ানোর ফলে নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় যে কোন ধরনের ফানুস উড়ানো থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়- ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনুষ্ঠানে ঢাকার আকাশে অসংখ্য ফানুস উড়ানো হচ্ছে। এসব ফানুসে কেরোসিনের বাতি থাকায় এগুলো জ্বলন্ত অবস্থায় মানুষ চলাচল করে এমন জায়গাগুলোতে পড়‌ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটছে, যা শহরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানী‌তে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোন সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এ অবস্থায় ডিএমপি এলাকায় সব ধরনের ফানুস উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হ‌য়। তা না হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত কর‌তে ফৌজদারী কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ডিএমপি।

সারাবাংলা/এসআর/জেডএফ

ডিএমপি ফানুস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর