Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে দেশে ফিরছেন ইসি কমিশনার মাহবুব তালুকদার


৩১ অক্টোবর ২০১৮ ১৭:২১

ফাইল ছবি

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: পরপর দুই কমিশন সভায় নোট অব ডিসেন্ট দেওয়া আলোচিত নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার আজ রাতে ঢাকায় ফিরছেন। বুধবার দুপুরে মাহবুব তালুকদারের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ এনাম উদ্দীন তার কার্য্যালয়ে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ এনাম উদ্দীন সারাবাংলাকে বলেন, স্যার ( মাহবুব তালুকদার) এরই মধ্যে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। বুধবার রাত ৯টা নাগাদ তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাতে পারেন। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের বৈঠকে তিনি অংশ নেবেন।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের ৩৫তম সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দেন মাহবুব তালুকদার। আর ৩৬তম সভায় বক্তব্য তুলে ধরতে না দেওয়ায় নোট অব ডিসেন্ট দিয়ে আলোচনায় আসেন কমিশনার মাহবুব তালুকদার। তিনি ইসির ৩৬তম সভায় ৫টি বিষয় তুলে ধরেন। সেগুলো হলো জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন, অংশগ্রহণমূলক নির্বাচন, নির্বাচনে নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও সরকারের সঙ্গে সংলাপ।

ইসি সূত্র জানায়, মাহবুব তালুকদার দেশে ফেরার পরদিনই (১ নভেম্বর, বৃহস্পতিবার) একাদশ জাতীয় নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে কমিশন। তার একদিন পর আাগামী শনিবার (৩ নভেম্বর) কমিশন সভা হবে। ওই সভার পর যে কোনো দিন তফসিল ঘোষণা করবে ইসি।

এর আগে কমিশন বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, ব্যক্তিগত সফরে ১০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন মাহবুব তালুকদার। ১০ দিন সফর শেষে তিনি ৩১ অক্টোবর ঢাকায় ফিরছেন। তবে, তার দেশে ফেরা নিয়ে নানা ধরনের গুজবের মধ্যে বুধবার তিনি দেশে ফিরছেন

সারাবাংলা/জিএস/জেএএম

নির্বাচন কমিশন নোট অব ডিসেন্ট মাহবুব তালকুদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর