Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দম্পতির ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে গ্রেফতার ২


৩১ অক্টোবর ২০১৮ ১৭:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক দম্পতির বিভিন্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একটি মোবাইল ফোন সার্ভিসিং প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মেরামতের জন্য দেওয়া মোবাইল সেট থেকে গোপনে ছবিগুলো নিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা প্রথমে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ছবিগুলো ফেসবুকে আপলোড করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) পতেঙ্গার ডেইলপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

এরা হলেন- পতেঙ্গার ডেইলপাড়া এলাকার জাবের স্টোরের মালিক মো. আবদুল্লাহ আল জাবের (২০) ও টেকনিশিয়ান আবু ছালেহ মোহাম্মদ সায়েম (২১)।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম রাসেল সারাবাংলাকে জানান পতেঙ্গার ডেইলপাড়া এলাকার এক নারী বুধবার থানায় এসে অভিযোগ করেন। তিন মাস আগে তিনি জাবের স্টোরে তার স্মার্টফোন মেরামতের জন্য দেন। সেই মোবাইল সেটে তিনি ও তার স্বামীর দাম্পত্য জীবনের বিভিন্ন মুহূর্তের কিছু ছবি সংরক্ষিত ছিল। মেরামত শেষে মোবাইল সেটটি তাকে ফেরত দেওয়া হয়।

ওই নারী নগরীর ইপিজেড এলাকার এক পোশাক কারখানার কর্মী। গত ২৮ অক্টোবর তিনি কারখানায় কাজ করার সময় সায়েম তাকে ইমোতে ফোন করেন।

সায়েম জানান, তার কাছে গৃহবধূ ও তার স্বামীর অন্তরঙ্গ কিছু ছবি আছে। সেগুলো তিনি ফেসবুকে আপলোড করতে চান।

এ সময় ওই নারী সায়েমের কথায় গুরুত্ব না দিলে সে কয়েকটি ছবি ইমোতে পাঠায়। ওই নারী তখন কান্না করে তাকে ছবিগুলো ফেসবুকে না দেওয়ার অনুরোধ করেন। এ সময় সায়েম টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় ২৯ অক্টোবর সায়েম ছবিগুলো ফেসবুকে আপলোড করে দেন।

বিজ্ঞাপন

এরপর বুধবার (৩১ অক্টোবর) ওই নারী থানায় আসেন। তার অভিযোগ- মালিক জাবেরের পরামর্শে ও ইন্ধনে সায়েম এই অপরাধ করেছে।

দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানান এসআই মনিরুল ইসলাম।

সারাবাংলা/আরডি/একে

ডিজিটাল নিরাপত্তা আইন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর