বেগুনবাড়িতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
৩১ অক্টোবর ২০১৮ ১৭:৪৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর সবুজবাগ বেগুনবাড়ির একটি ফাঁকা জায়গা থেকে রাশেদ আকন্দ (৩০) নামের এক অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রাশেদ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চিথলিয়া গ্রামের ছাদেক আকন্দের ছেলে। সে সবুজবাগ রাজারবাগ কালীবাড়ি এলাকায় রহিমের গ্যারেজে থাকতো।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুছ ছাত্তার জানান, ভোরে খবর পেয়ে সবুজবাগ বেগুনবাড়ির একটি পরিত্যক্ত জায়গা থেকে অজ্ঞাতনামা হিসাবে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের গলা কাটা ও পেটে চারটি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। পরে ঢামেক মর্গে এসে মৃতদেহ সনাক্ত করেন রাশেদের ভগ্নিপতি জাকির হোসেন।
তিনি জানান, রাশেদ ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশ চালাতো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয় রাশেদ। রাত ১টার দিকে গ্যারেজে ফেরার কথা থাকলেও আর ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোথাও পাওয়া যায়নি। এলাকায় রাশেদের কোনো শত্রু নেই।
পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা অন্য কোথাও তাকে হত্যা করে তার রিকশা নিয়ে গেছে। আর মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
সারাবাংলা/এসএইচ/এমও