Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে কেউ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


৩১ অক্টোবর ২০১৮ ১৯:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী যে পরিমান উন্নয়ন করেছেন তাতে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তাই আপনারা যারা নৌকাকে ভালোবাসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ আবারও আপনারা নৌকাকে জয়যুক্ত করবেন।

বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি মডেল থানা ও হাজারীবাগ থানার নবনির্মিত ছয় তলা ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনে যখন বিশ্বের বড় বড় দেশগুলো হিমশিম খাচ্ছিল, তখন পুলিশের সহযোগিতায় সেগুলো আমরা একের পর এক দমন করতে পেরেছি। সে জায়গা থেকে পুলিশের প্রসংশা জনগণ করে এবং সব সময় করবে। এই পুলিশ যাতে জনগণের কল্যাণে নিবেদিত থাকতে পারে সেজন্য প্রধানমন্ত্রী ঝুঁকি ভাতাসহ নানান সুযোগ-সুবিধা পুলিশকে দিয়েছে। যে কারণে পুলিশ নিরাপত্তায় দক্ষতার প্রমাণ দিয়ে সে মূল্যায়ন করছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু দেশ পরিচালনা নয়, আগামী পঞ্চাশ থেকে একশ বছর পরে কি হবে সে পরিকল্পনাও তিনি একের পর এক করে যাচ্ছেন। এগুলো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। তাই আপনাদের কাছে আহ্বান রইলো, আপনারা যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, নৌকাকে ভালোবাসেন তারা নৌকাকে পুনরায় ভোট দিয়ে আবার জয়যুক্ত করবেন।’


জনসভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেন, ‘গত ৫ বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সবচেয়ে সফল ভাবে কাজ করে গেছে। জঙ্গিদমন, মাদকবিরোধী অভিযান সব ধরনের অপরাধ দমনে পুলিশ সফল হয়েছে। তবে সব কিছুর পিছনে বলিষ্ঠ হাতে নেতৃত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিবিরোধী অভিযান ও মাদকবিরোধী অভিযানে পুলিশের অনেক সদস্য হতাহত হয়েছেন। তারা জীবন বাজি রেখে দেশের মানুষের জন্য কাজ করছেন।’

বিজ্ঞাপন

এসময় তিনি পুলিশ সদস্যেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো নিরাপরাধ মানুষ যেন পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রেখে আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশেষ অতিথি ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: ধানমন্ডি ও হাজারীবাগ থানার নবনির্মিত ভবন উদ্বোধন

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর