Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে নারীদের জন্য বহুমুখী সেবাকেন্দ্রের উদ্বোধন


৩১ অক্টোবর ২০১৮ ২১:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য উদ্বোধন করা হয়েছে বহুমুখী সেবাকেন্দ্রের।

আজ বুধবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর এ ব্লকে ইউএন উইমেন রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য দ্বিতীয় বহুমুখী সেবাকেন্দ্রের উদ্ধোধন করেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।

এ সময় জাতীসংঘের নারী বিষয়ক সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সোকো ইসিকাওয়া, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের অ্যাম্বাসেডরের ফার্স্ট সেক্রেটারি ক্যাম্প ইনচার্জ শামীমুল হক পাভেল, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীরসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, অস্ট্রেলিয়া, জাপান এবং সুইডেনের ইউএন উইমেনের জাতীয় কমিটি এবং সুইডেন সরকারের অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে।

সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কারিগরি সহায়তায় অ্যাকশনএইড বাংলাদেশ ও ইয়ুথ পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) যৌথ অংশিদারিত্বে ইউএন উইমেন এটি পরিচালনা করবে।

ইউএন উইমেন বাংলাদেশের যোগাযোগ বিশ্লষক সাইয়েদা সামারা মরতাদা জানান, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতাসহ নেতৃত্বগুণ বৃদ্ধির প্রশিক্ষণ, জীবিকা ও জীবনভিত্তিক কর্মসূচির যাবতীয় তথ্যসহ সকল তথ্য জানতে এই কেন্দ্রটি ‘ওয়ান স্টপ হাব’ হিসেবে কাজ করবে।

পাশাপাশি নারীদের স্বাস্থ্য নির্দেশনা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতার ঘটনায় সহায়তার বিষয়ে সহযোগিতা করবে এই সেন্টার। দুর্যোগকালীন সময়ে নিরাপদ আশ্রয় হিসেবেও এটি ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন

একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার (কমিউনিক্যাশন) মো শরিফুল ইসলাম জানান, কক্সবাজারের রোহিঙ্গা নারী ও কিশোরীদের ক্ষমতায়িত করতে কর্মমুখী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার মাধ্যমে কাজ করছে ইউএন উইমেন। বালুখালির ক্যাম্প ১৮-তে অবস্থিত একই ধরনের একটি বহুমুখী সেবাকেন্দ্র থেকে দেওয়া নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি নারী ও কিশোরী সুবিধাপ্রাপ্ত হয়েছেন।

তিনি বলেন নতুন এই সেবাকেন্দ্রটি ক্যাম্প ১৮-এর সেবাকেন্দ্র থেকে প্রায় তিনগুণ বড় এবং নারীদের জন্য নিরাপদ ও ক্ষমতায়িত পরিবেশে রান্নার সুবিধা, সভা এবং প্রশিক্ষণের মতো আরও প্রশস্ত সুবিধা দেবে এই সেবাকেন্দ্রটি।

সারাবাংলা/এমআই

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর