Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা


৩১ অক্টোবর ২০১৮ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মো. শাহআলম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শাহ আলম ওই এলাকার আলী আকবরের ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে বলেন, শাহ আলম ওয়ার্কশপ মিস্ত্রী। পূর্ব শত্রুতার জেরে একদল যুবক তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘তার সঙ্গে হত্যাকারীদের শত্রুতা কী নিয়ে ছিল, সেটা আমরা খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।’ বলেন ওসি

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর