Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির তিন শিক্ষক চাকরিচ্যুত


৩১ অক্টোবর ২০১৮ ২২:৪৮

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: শিক্ষা ছুটি শেষে বিভাগে না ফেরা ও বিভাগের সঙ্গে অ্যাকাডেমিক সম্পৃক্ততা না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৩১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুতরা হলেন- উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক বিপ্লব কুমার দত্ত, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক অভিষেক জামান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ।

জানা গেছে, বিপ্লব কুমার দত্ত ও অভিষেক জামান শিক্ষাছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। কিন্তু তাদের ছুটি শেষ হওয়ার পরও তারা বিভাগে যোগদান করেননি। এজন্য তাদের বিরুদ্ধে চাকরিচ্যুতির ও বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া আর্থিক সুবিধাও ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, আজহার জাফর ক্লাসে অনুপস্থিত ও একাডেমিক সংশ্লিষ্টতা না থাকায় তার বিরুদ্ধে চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর