Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দগ্ধ ছাত্রলীগ কর্মীদের দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের


৬ জানুয়ারি ২০১৮ ১৮:২১

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর ফার্মগেটে চলন্ত বাসে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ছাত্রলীগ কর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে তিনি দগ্ধ ছাত্রলীগ কর্মীদের খোঁজ-খবর নেন।

সে সময় তার সঙ্গে ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালিতে যাওয়ার পথে ফার্মগেটে ঘটা এ দুর্ঘটনায় ছাত্রলীগের ১১ জন কর্মী দগ্ধ হয়।

দগ্ধরা হলেন আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদি হাসান হিরা, কাব্য, রওশন আলি, সৌরভ, সাম্য, কামরুজ্জামান ও সাব্বির কবির। তাদের বয়স ১৮ থেকে ২১ এর মধ্যে।

সারাবাংলা/এসএস/এমআই

আরও পড়ুন:

* আনন্দ র‌্যালির পথে বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ ছাত্রলীগ কর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর