Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংলাপ হয় দু’চার জনে, ২১ জন নিয়ে সংলাপ হয় না’


১ নভেম্বর ২০১৮ ১৪:১৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রংপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে নয় বরং শুভেচ্ছা জানাতে আগামী ৫ নভেম্বর গণভবনে যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘তারা আমাকে চিঠি দিয়েছে, আমি যাবো তবে সংলাপ এখন হবে না। সংলাপের চাপ এখনও হয়নি। আমরা কোন দাবি নিয়ে নয়, শুভেচ্ছা জানাতে সেখানে যাবো।’

এসময় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ সফল হওয়া নিয়ে শঙ্কার কথা জানান এরশাদ। তিনি বলেন, ‘সংলাপ আমি একলা করবো, দু-চারজন করবো। ২১ জন মানুষকে নিয়ে সংলাপ করা যায় না। ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে শেখ হাসিনা তা মানবেন না। সংবিধান মতে দাবিগুলো মানা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তাই সংলাপ ফলপ্রসু হবে কি না তা নিয়ে নিজের আশঙ্কার কথা জানান সাবেক এই সেনা প্রধান।

আরো পড়ুন : এবার সংলাপের আমন্ত্রণ পেলেন এরশাদ

নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে: এরশাদ

সারাবাংলা/এসএমএন

গণভবন সংলাপ হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর