বিমানে ওয়াটার ট্যাংকারের ধাক্কা, রক্ষা পেল যাত্রীরা
১ নভেম্বর ২০১৮ ১৬:২০
।। আন্তর্জাতিক ডেস্ক।।
কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাতার এয়ারওয়েজের একটা যাত্রীবাহী বিমান। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দোহার উদ্দেশে বিমানটি যাত্রার আগে প্রায় একশ জন যাত্রী নিয়ে বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিমানবন্দরে অবস্থান করছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওয়াটার ট্যাংক আচমকা বিমানটির মাঝ-বরাবর ধাক্কা দেয়।
তবে এই দুর্ঘটনায় কারো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ১০৩ জন যাত্রীর সবাইকে স্থানীয় হোটেলে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার একটি ফ্লাইটে তাদের কাতারের দোহায় নিয়ে যাওয়া হবে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ওয়াটার ট্যাংকারটিতে যান্ত্রিক গোলযোগ ছিলো। তাই এটির ব্রেক ঠিকমতো কাজ করেনি।
ঘটনার বিস্তারিত তদন্ত হচ্ছে। ট্যাংকারটির চালককে চাকরিচ্যুত করা হয়েছে।
সারাবাংলা/এনএইচ