Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অবৈধভাবে ক্ষমতা দখলের চক্রান্ত হলে দাঁতভাঙা জবাব’


১ নভেম্বর ২০১৮ ১৭:২৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবিধানিক প্রক্রিয়াকে বিনষ্ট করে অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতার পালাবদল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ।’

বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলির সঙ্গে সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভা শেষে তিনি এ সব কথা বলেন।

সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অাওয়ামী লীগের সংলাপে ১৬ জনের প্রতিনিধি দল থাকার কথা থাকলেও চিঠি দিয়ে জানিয়েছে অারও ৫ জন বাড়বে। তাদের সংখ্যা নিয়ে কোনো কথা হবে না, তা অাগেও বলে দিয়েছি।’

এ ছাড়া নির্বাচন কমিশনের আচরণবিধি সবার জন্য একই উল্লেখ করে কাদের বলেন, ‘অামরা আচরণবিধি মেনে চলবো এবং অন্যকে অনুরোধ করবো নির্বাচন কমিশনের নিয়ম কানুন মেনে চলার। নির্বাচন বানচাল করার জন্য চক্রান্ত বা উসকানিমূলক কোনো প্রকার কর্মকাণ্ড দেখা দিলে তাদের সকল চক্রান্তের জবাব দেবে জনগণ ও অাইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

‘১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ অাগামী ৪ নভেম্বর রাত ৮ টায় গণভবনে অনুষ্ঠিত হবে। ৫ তারিখ জাতীয় পার্টির ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ হবে। সিপিবি, বাম ঐক্যফ্রন্ট চিঠি নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ অফিসে। ৩ তারিখ জেল হত্যা দিবস উপলক্ষে সংলাপ হবে না। সময় না থাকলে কয়েকটি জোটকে নিয়ে একসঙ্গে সংলাপ হতে পারে।’

বিজ্ঞাপন

সময়টা খুব চ্যালেঞ্জিং উল্লেখ্য করে কাদের বলেন, ‘সংলাপ হওয়ার আগে হতাশা প্রকাশের যুক্তি নেই। যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত। সারাদেশে নির্বাচন উপলক্ষে ফেস্টিভ মুড বিরাজ করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিএনপির চাপের মুখে সংলাপ করছি এমন কোনো পরিস্থিতি দেশে বিরাজ করছে না। নির্বাচনের সময় যে পরিস্থিতি অন্যান্য দেশে সৃষ্টি হয় তার চেয়ে অামাদের দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপিসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/একে/এমআই

আওয়াম লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর