সংলাপ নিয়েও উপহাস করেছে বিএনপি: গোলাম দস্তগীর গাজী
১ নভেম্বর ২০১৮ ১৯:২৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী বলেই ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছেন কিন্তু এই সংলাপ নিয়েও উপহাস করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর (বীর প্রতীক)।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে রূপগঞ্জের তারাব পৌরসভার ওয়াজেদ আলী ভূঁইয়া মেমোরিয়াল হাই স্কুলের চতুর্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গোলাম দস্তগীর গাজীকে ওয়াজেদ আলী ভূঁইয়া মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাসী। তিনি দেশের উন্নয়ন চান। আর সেজন্য সব দলের সঙ্গে সংলাপে বসবেন। ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চেয়েছেন তাদের আবেদন গ্রহন করে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু বিএনপি এই সংলাপ নিয়ে উপহাস করছে, তারা বিভিন্ন ধরনের কথা বলছেন। এর মানে হচ্ছে বিএনপির পায়ের নিচে এখন মাটি নেই। এজন্য তারা পাগলের মতো কথা বলা শুরু করেছে।’
রূপগঞ্জে এমন একসময় ছিলো যখন সন্ধ্যা হলে আর বিদ্যুৎ থাকতো না উল্লেখ করে তিনি বলেন, ‘ছেলে-মেয়েরা পরীক্ষার সময় পড়তে পারতো না। মোমবাতি জ্বালিয়ে পড়তে হতো। কিন্তু এখন সবসময় বিদ্যুৎ থাকে। ছেলে-মেয়েরা পড়তে পারছে এবং ভালো রেজাল্ট করছে। আমাদের এখন আর লোডশেডিং নেই। এছাড়া গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাটের ব্যবস্থা করে দিয়েছি। আমরা আমাদের রূপগঞ্জকে আধুনিক শহরে পরিণত করব। তারাব পৌরসভায় যতো উন্নয়ন হয়েছে বাংলাদেশের কোনো পৌরসভায় এতো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রামগুলো শহরের মতো উন্নত হবে। তারাব পৌরসভা শহরের মতো উন্নত হয়েছে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, জেলা পরিষদের সদস্য শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ প্রমুখ।
সারাবাংলা/এসজে/এমও