Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহিনুর কেমিক্যালের এমডিকে দুদকে তলব


১ নভেম্বর ২০১৮ ২০:২২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: নিয়ম না মেনে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে কোহিনুর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৭ নভেম্বর তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকেরর উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সামছুল আলম ওই তলবি নোটিশ পাঠিয়েছেন। বনানীর অফিসের ঠিকানায় ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রণব ভট্টাচার্য।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, কোহিনুর ক্যামিক্যাল কোং. লিমিটেড ও তার পরিবারের বিরুদ্ধে শত শত কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ না করে বিদেশে পাচার, উক্ত প্রতিষ্ঠান ক্রয়ে অনিয়ম, ঘুষ দেওয়া ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এমআই

কোহিনুর কেমিক্যাল দুদক

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর