Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান উড়ার ৫০ মিনিট আগে মদ্যপ জাপানি পাইলট আটক


২ নভেম্বর ২০১৮ ০৯:৫২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অতিরিক্ত মদপানের অভিযোগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এক জাপানি পাইলটকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।

এনএইচকে টিভির বরাতে বলা হয়, জাপান এয়ারলাইনসের একটি বিমান গত ২৮ অক্টোবর টোকিওর উদ্দেশে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু বিমানের ক্রু সদস্যদের একজন গাড়ি চালক পাইলটের মাতাল হওয়ার বিষয়টি প্রথমে সন্দেহ করেন। বিমান উড়াল দেবার ৫০ মিনিট আগে পাইলটের মাত্রাতিরিক্ত মদপানের বিষয়টি পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়।

কাতাতুসি জিতসকাওয়া নামের (৪২) ওই বৈমানিক নির্ধারিত মাত্রার চেয়ে ৯ গুন বেশি ভদকা খেয়েছিলেন। কাকাতুসির প্রতি ১০০ মিলিলিটার রক্তে ১৮৯ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়। অথচ বিমানের পাইলটদের জন্য বৈধ মাত্রা মাত্র ২০ মিলিগ্রাম।

পাইলট মাতাল হওয়ার ঘটনায় বোয়িং ৭৭৭ মডেলের ঐ বিমানটি নির্ধারিত সময়ের চেয়ে ৬৯ মিনিট পর গন্তব্যে যাত্রা করে।

জাপান এয়ারলাইনস এই ঘটনার জন্য ক্ষমা ও দুঃখপ্রকাশ করেছে। আগামী ২৯ নভেম্বর যুক্তরাজ্যের একটি আদালতে মাতাল পাইলট কাতাতুসির শাস্তির রায় দিবেন আদালত।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা, বেঁচে নেই ১৮৯ যাত্রীর কেউ

জাপান এয়ারলাইনস মদ্যপ পাইলট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর