Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ট্রিলিয়নের নিচে নেমে এসেছিল অ্যাপলের মূল্য


২ নভেম্বর ২০১৮ ১০:৩৭

।। আন্তর্জাতিক ডেস্ক।। 

সাময়িক সময়ের জন্য প্রযুক্তি-ভিত্তিক কোম্পানি অ্যাপলের মোট মূল্য এক ট্রিলিয়নের নিচে নেমে এসেছিল।  বৃহস্পতিবার ( ১ নভেম্বর) কোম্পানিটির শেয়ারে ৭ শতাংশ পতন ঘটলে এর বাজারদর কমে আসে।  খবর বিবিসির।

প্রযুক্তি-জায়ান্ট কোম্পানিটি সম্প্রতি তাদের ফোনগুলোর দাম বৃদ্ধি করেছে।  এতে করে গত তিন মাসে তাদের মোবাইল বিক্রির সংখ্যা কমে গেছে।  তবে বেড়েছে আয়। সবমিলিয়ে বাৎসরিক হিসেবে অ্যাপলের আয় ২০ শতাংশ বেড়ে হয়েছে ৬২.৯ বিলিয়ন ডলার।  এছাড়া লাভ ৩১ শতাংশ বেড়ে হয়েছে ১৪.১ বিলিয়ন ডলার।

অ্যাপলের নির্বাহীকর্মীরা ঘোষণা দেন যে, তারা তাদের বিক্রি হওয়া পণ্যের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেবেন। এরপরই তাদের শেয়ারের দরে পতন ঘটে। ২০১৭ সালে পুরো বিশ্বজুড়েই মোবাইল ফোন তৈরিকারী প্রতিষ্ঠানগুলো প্রথমবারের মতো কম পণ্য তৈরি করেছে। ব্যবসায়িক কৌশলে অ্যাপল তাদের পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় তাদের আয় বৃদ্ধি অব্যাহত রয়েছে।

২০১৮ অর্থবছরে অ্যাপলের লাভ ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৯.৫ বিলিয়ন।  আয় ১৬ শতাংশ বেড়ে হয়েছে ২৬৫.৫ বিলিয়ন।

সারাবাংলা/ আরএ

আরও পড়ুন: আসামে ৫ বাঙালিকে গুলি করে হত্যা

অ্যাপল শেয়ারদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর