শওকত আলীর অবস্থা সংকটাপন্ন
৬ জানুয়ারি ২০১৮ ২২:২০
স্পেশাল করেসপন্ডেন্ট
কথাসাহিত্যিক শওকত আলীর অবস্থা সংকটাপন্ন। বয়সজনিত নানা জটিলতার সঙ্গে যোগ হয়েছে হার্ট অ্যাটাক, কিডনির সমস্যাসহ নানাবিধ জটিলতা। এসব কারণে শওকত আলীর শারীরিক অবস্থার উন্নতি হবার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার ৬ জানুয়ারি সন্ধ্যায় কথাসাহিত্যিক শওকত আলীর শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার। সেখানে জানানো হয়, শওকত আলীর ফুসফুসে সংক্রমণ হয়েছে। তার যে শারীরিক অবস্থা তাতে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। তার চিকিৎসা চলছে- এর চেয়ে বেশি কিছু করার নেই। দেশবাসীর কাছে শওকত আলীর জন্য দোয়া চেয়েছে তার পরিবার।
এর আগে শনিবার সকালে লেখকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অসুস্থতার কারণে বৃহস্পতিবার শওকত আলীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে শুক্রবার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু শনিবার ভোর থেকে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।
দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮১ বছর বয়সী এ কথাসাহিত্যিক।
বাংলা ভাষার খ্যাতিমান লেখক শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও লেখক হিসেবেই হয়ে ওঠেন খ্যাতিমান। লেখালেখির জন্য পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, আলাওল পুরস্কারসহ বহু সম্মাননা।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, পূর্বদিন পূর্ব রাত্রি, উত্তরের খেপ, পিঙ্গল আকাশ, জননী ও জাতিকা।
সারাবাংলা/পিএম/জেএ/টিএম