Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত


৭ জানুয়ারি ২০১৮ ০৮:১২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৩

সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট

সৌদি আরবের জিজান প্রদেশের শামতায় সড়ক দুর্ঘটনায় নয় জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন । এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। শনিবার সকালে  জিজান থেকে ৫০ কিলোমিটার দূরে সামস্তা শহরে কাজে যাওয়ার সময় শ্রমিক বহনকারী যানবাহনটি দুর্ঘটনায় পড়ে।
জিজানে আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন এই শ্রমিকরা। তাদের বহন করা গাড়িটিকে অপরদিক থেকে আসা আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এসময় পরিচ্ছন্নতা কর্মীদের বহন করা গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে আটজন মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ।
নিহতদের মধ্যে  ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নরসিংদীর করিমপুরের  বাউশালি গ্রামের আমীর হুসাইন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর ইদন এবং কিশোরগঞ্জের জসিম।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূতাবাস থেকে নিহতদের বিষয়ে বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি । তবে নিহত সবাই বাংলাদেশি বলে ফাহাদ কোম্পানির একজন শ্রমিক জানিয়েছেন।
নিহতদের মরদেহ জিজানের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।

সারাবাংলা/এমএম/জেডএফ/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্ষণের ‘সমুদ্রের ঢেউ’
২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩

আরো

সম্পর্কিত খবর