Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোযোগিতায় গোল্ডফিশের কাছেও হার মেনেছে মানুষ!


৩ নভেম্বর ২০১৮ ১২:০৮ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কারো স্মরণশক্তি কম বা ভুলোমনা টাইপ এরকম উদাহরণ টানতে গেলে একটা কথা আমরা প্রায়ই বলে থাকি। সেটি হচ্ছে, ‘গোল্ডফিশের মেমোরি’। ঠাট্টার ছলে বন্ধুদের বলা এমন কথায় গোল্ডফিশদের অভিমান হয় কিনা তা জানার উপায় নেই!

তবে নতুন এক গবেষণায় জানা যাচ্ছে, মনে রাখা নয় তবে মনোযোগ ধরে রাখার প্রতিযোগিতায় গোল্ডফিশের চেয়ে পিছিয়ে গেছে মানুষ। আর এজন্য দায়ী মাত্রাতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার। খবর দ্য টেলিগ্রাফ।

সম্প্রতি কানাডার বিজ্ঞানীরা দুই হাজার ব্যক্তির ওপর জরিপ ও ১১২ জনের ওপর ইলেকট্রেএনসোলগ্রাফি পদ্ধতিতে মস্তিষ্ক গবেষণা চালিয়ে চমকপ্রদ এই তথ্য দিয়েছেন।

বিজ্ঞাপন

গবেষকরা বলছেন, মুঠোফোন বিপ্লব অর্থ্যাৎ দুই হাজার সালের পর থেকে কোন নির্দিষ্ট বিষয়ের ওপর মানুষের মনোযোগ ধরে রাখার ব্যাপ্তি কমে এসেছে ১২ সেকেন্ড থেকে বর্তমানে ৮ সেকেন্ডে। অপরদিকে, গোল্ডফিশের ক্ষেত্রে এই যোগ্যতা ৯ সেকেন্ড বলে বিজ্ঞানীদের ধারণা।

মানুষের মনোযোগ ধরে রাখার সামর্থ্য কমে যাওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা দৈনন্দিন জীবনে মোবাইল বা স্মার্টফোন ফোন ব্যবহারকে দুষছেন। তাই মোবাইল হাতে নিয়ে সারাদিন সময় কাটানোর ক্ষতিকর দিকটি আরেকবার ভাবুন!

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন: শখের দাম কোটি টাকা!

অতিরিক্ত স্মার্টফোন আসক্তি গবেষণা গোল্ডফিশের মেমোরি মস্তিষ্কের কর্মপ্রণালি