Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক


৩ নভেম্বর ২০১৮ ১৪:১২ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৪:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকাঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন, সিইসি সহ চার নির্বাচন কমিশনারের নিরাপত্তা নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করেছেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধিদল।

শনিবার ( ৩ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে এগারটা থেকে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন ডিএমপি কমিশনার।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, ডিএমপি কমিশনারসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনে আসেন। সিইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় ঘণ্টা খানেক কথা বলেছেন। সে সময় তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/জেডএফ 

ইসি সিইসি ও ডিএমপি কমিশনার বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর