Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ নভেম্বরের পর সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব নয় : ওবায়দুল কাদের


৩ নভেম্বর ২০১৮ ১৫:৪২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : আওয়ামী লীগ সবসময়ই এমন নির্বাচন চায় যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এটাই দলটির প্রত্যাশা থাকে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা এবং ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করা এসব একই সূত্রে গাঁথা।’

এসময় সংলাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সবসময় একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে সব দলের অংশ গ্রহণ থাকবে এবং সেখানে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেবে এটাই আমাদের প্রত্যাশা।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তবে নির্বাচনকে সামনে রেখে সহিংসতার পথ বেছে নিলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এর কোন ব্যত্যয় দেশের জন্য শুভ নয়। আমরা সতর্ক আছি কারণ কারও মনে যদি হেন কোন মতলব থাকে, কেউ যদি আজকে সংলাপে এসে লোক দেখানো অংশ নিয়ে ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি কেউ কেউ যদি নাশকতার ছক আঁকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায়, সেই দিকেও আমরা সতর্ক আছি।’

‘আমরা সংলাপও করছি নির্বাচনের প্রস্ততিও নিচ্ছি, সঙ্গে সঙ্গে কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে সেটার সমুচিত জবাবের প্রস্তুতিও আমরা নিচ্ছি। নির্বাচনের প্রস্তুতির নামে লোক দেখানো সংলাপের পেছনে নির্বাচন বানচালের মতো যেকোনো অপতৎপরতার বিষয়ে সতর্ক আছে আওয়ামী লীগ’, যোগ করেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

সংলাপে বিএনপি সন্তুষ্ট নয় এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘সবাই তো আর সন্তুষ্ট হবে না। বিএনপি সন্তুষ্ট হবে, কি হবে না, সে টা না, আমরা দলনেতার কথা বিবেচনায় নিচ্ছি। তিনি কিন্তু বলেছেন ভালো আলোচনা হয়েছে, তাতে আমরা সেখানেই আপাতত থাকি।’

বিকল্প ধারার সঙ্গে সংলাপের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বিকল্পধারার নেতারাও মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ব্যপারে কিন্তু তারা দ্বিমত করেন নি। তাদের কিছু কিছু দাবি আমাদের নেত্রী মেনে নেওয়ার কথাও বলেছেন, যেগুলো সংবিধানের বাহিরে যাবে না সেগুলো। যেগুলো গ্রহণযোগ্য, যার জন্য সংবিধান সংশোধন করতে হবে না সেগুলো মেনে নিতে আপত্তি নেই। বিকল্প ধারার দাবি অনুযায়ী নির্বাচন কমিশনের কিছু কিছু বিষয়ে ইলেকশন কমিশনকে বলার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করবেন বলেও জানিয়েছেন।’

সংলাপ কত দিন পর্যন্ত চলবে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ পর্যন্ত আমরা ঐক্যজোট, যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ করেছি। ৪ তারিখ ১৪ দলের সঙ্গে, পাঁচ তারিখ জাতীয় পার্টির সঙ্গে। এর বাহিরে আরও অন্তত ৩১ টি আবেদন পেয়েছি। তবে ৮ তারিখ পর্যন্ত যেতে পারছি না, ৭ তারিখে শেষ করবো। ইসলামী দল আর সিপিবির জোটের সঙ্গে বসবো। সাত তারিখের পরে আর কোন আলোচনা নয়। সংলাপ দীর্ঘ সময় চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ শিডিউল ঘোষণা এর মধ্যে হয়ে যাবে। সব মিলিয়ে ৮৫ টার মত রাজনৈতিক দল সংলাপ চেয়েছে।’

সারাবাংলা/এমএমএইচ/এসএমএন

ওবায়দুল কাদের সংলাপ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর