Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার দিন র‌্যাবের আচরণ ছিল সন্ত্রাসীদের মতো: জাফরুল্লাহ চৌধুরী


৩ নভেম্বর ২০১৮ ১৬:০৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা, নারীদের লাঞ্ছনা ও লুটতরাজের সময় র‌্যাবের কার্যকলাপ ছিল সন্দ্রাসীদের মতো বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা, নারীদের লাঞ্ছনা ও লুটতরাজের প্রতিবাদে শনিবার (৩ নভেম্বর) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সেদিন র‌্যাব যা করেছে তাতে তাদেরকে সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না। হামলার দিন আমার দুজন দুর্বল কর্মচারিকে ধরে আটকে রেখে ১০ লাখ টাকা জমা দিতে বলে তারা। আর টাকা জমা না দিলে জেলে পাঠাবে, এমনকি তাদের মরতে হবে বলেও হুমকি দেয় র‌্যাব সদস্যরা।’

‘আমি ঐক্যফ্রন্টে আছি বলে আমার ওপর এই নির্যাতন করা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের হামলা চালানো হয়েছে, আমার নামে একের পর এক মামলা হয়েছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনীতি করার অধিকার তো আমার আছে। আজ জাতীয় ঐক্যফ্রন্ট এসব অব্যাবস্থাপনা জোর-জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করছে। এসবের পরিবর্তনের জন্য আমাদের ঐক্যফ্রন্টের আন্দোলন অব্যাহত থাকবে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডাক্তার জাফর উল্লাহ বলেন, ‘আমার বক্তব্যের কারণে গণস্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়নি, প্রতিহিংসার আচরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পড়ুন: ‘ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্যের নৈমত্তিক কাজে সম্পৃক্ত নন’

সারবাংলা/এএইচএইচ/এমও

গণস্বাস্থ্য কেন্দ্র জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর