Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল ঘোষণার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দাবি


৩ নভেম্বর ২০১৮ ১৮:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তফসিল ঘোষণার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন ‘গণতন্ত্রিক বাম ঐক্যদল’। শনিবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় এ দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অতীতে কোনো দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সে অভিজ্ঞতার আলোকেই জনগণ মনে করে বর্তমানে ক্ষমতাসীম সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো সরকার আরেকটি নির্বাচন করার পাঁয়তারা করছে।’

বিজ্ঞাপন

বক্তরা আরও বলেন, ‘পাতানো নির্বাচনের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রিক বাম ঐক্য প্রতিরোধ গড়ে তুলবে এবং সরকারের পরিণতি হবে ভয়াবহ।’

সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড এম এ সামাদ। এসময় আরও বক্তব্য রাখেন- জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমানসহ প্রমুখ।

সারাবাংলা/এআই/এমও

একাদশ নির্বাচন বাম জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর