Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহে কাহিল সারাদেশ


৭ জানুয়ারি ২০১৮ ১০:০৫

সারাবাংলা ডেস্ক

সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদ আব্দুল মান্নান রোববার (৭ জানুয়ারি) সারাবাংলাকে জানান, শৈত্যপ্রবাহ আরও দুইদিন থাকবে।

এ সময় সারাদেশে তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ শৈত্যপ্রবাহ শেষ হলে সামনে আরও শৈত্যপ্রবাহ আসতে পারে  বলে জানান তিনি।

দেশের ছয় বিভাগ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার রাজশাহী ও ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে  সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ২ ।

চট্টগ্রামে শৈত্যপ্রবাহ না থাকলেও সীতাকুণ্ডে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে । গতকাল রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ও সর্বোচ্চ ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ভোর পাঁচটা থেকে পরবর্তী পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। যার প্রভাবে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা তার চেয়ে কমে যেতে পারে। এসব এলাকায় নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সারাদেশ/টিএম/এমএ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর