গুলশানে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
৩ নভেম্বর ২০১৮ ২০:০৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় (৭) বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। মামলার পর অভিযুক্ত যুবক রেজাউল করিমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য শনিবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির পরিবারের বরাত দিয়ে গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, এলাকার একটি বাসার নিচ তলায় ভাড়া থাকে শিশুটির পরিবার। শিশুটির বাবা এলাকায় একটি চায়ের দোকান চালান। ওই বাসারই দুতলায় সাবলেটে ভাড়া থাকে লন্ড্রি দোকানদার রেজাউল করিম।
পুলিশ কর্মকর্তা জানান, গতরাত ১২টার দিকে শিশুটিকে ফুসলিয়ে রেজাউল ২য় তলায় তার বাসায় নিয়ে যায়। সেখানে বাথরুমে আটকে ধর্ষণ করে শিশুটিকে। পরে বাসায় গিয়ে শিশুটি তার বাবা মায়ের কাছে ঘটনা বলে দেয়। পরিবার থানায় অভিযোগ করলে রেজাউলকে আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা দায়ের করার পর রেজাউলকে গ্রেফতার দেখানো হয়।
সারাবাংলা/এনআর/এমও