Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু


৪ নভেম্বর ২০১৮ ১০:৩৪ | আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১১:২৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বাগেরহাট: বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের ধাক্কায় পলাশ শেখ (৪০) নামের এক  ব্যবসায়ীর মারা গেছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ নভেম্বর) সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়ায় এই দুর্ঘটনা ঘটে।

পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়ার বাসিন্দা।

বাগেরহাট হাইওয়ে পুলিশের কাটাখালি থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় জানান, পলাশ শেখ তার মাছের ঘেরে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সোনাতুনিয়ায় রাস্তা পার হওয়ার সময় মংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যান। পুলিশ মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালক আমির হোসেনকে কাটাখালি থানায় রাখা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/জেডএফ

চালক আটক বাগেরহাট ব্যবসায়ীর মৃত্যু মাইক্রোবাসের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর