Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবল ঝড়ে ইতালিতে ১৭ জনের মৃত্যু, প্রায় দেড় কোটি গাছ ধ্বংস


৪ নভেম্বর ২০১৮ ১২:৫৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ে ইতালিতে অন্তত সাতজন মারা গেছেন। সেইসঙ্গে বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় কোটি গাছপালা।

এসব মৃত্যুর মধ্যে বেশিরভাগই হয়েছে গাছ চাপা পড়ে। দেশটির কৃষি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর মিলিত সংস্থা কোলদেইরত্তি জানিয়েছে, ঝড়ে ইতালির উত্তরাঞ্চলের এক কোটি ৪০ লাখের বেশি গাছ ভেঙে পড়েছে।

দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঙ্গেলো বোরেল্লির বরাত দিয়ে বার্তা সংস্থা রংটার্স জানিয়েছে, ভেনেটো অন্চলে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। পরিস্থিতি ভয়াবহ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ঝড়-বৃষ্টিতে সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের সিসিলি এলাকা। বেশিরভাগ গ্রামীণ এলাকার সড়কে পাহাড়ধসের কারণে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

আল্পস পর্বতমালার কাছে ভেনিসের উত্তর দিকের বেলুনো এলাকায় পাইন গাছ ও রেড স্পুস গাছ দেশলাইয়ের কাঠির মতো ছড়িয়ে রয়েছে।

কোলদেইরত্তি বলছে, আবার আগের মতো পর্যায়ে ফিরে যেতে তাদের অন্তত ১০০ বছর লাগবে।

ভেনিসের বেশিরভাগ চত্বর এবং হাঁটার পথগুলো জোয়ারের পানিতে ডুবে গেছে। পানির নালা বা খালের মাধ্যমে যে শহরটির সব যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় সেই শহরটি এমন উঁচু জোয়ার গত এক দশকে আর দেখেনি।

ভেনেতোর গর্ভর্নর লুকা জাইয়া বলেন, এই অঞ্চলে ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ এক বিলিয়ন ইউরো ছাড়াবে।

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর