Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংলাপ ফলপ্রসূ করুন, আন্দোলনের পথে হাঁটবে না বিএনপি’


৪ নভেম্বর ২০১৮ ১৪:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংলাপ ফলপ্রসূ করুন, বিএনপি আন্দোলনের পথে হাঁটবে না।’

রোববার (০৪ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে শনিবার (০৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠান বলেন, ‘একদিকে আলোচনা অন্যদিকে আন্দোলন, এটি আমার বোধগম্য নয়।’

 এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘এখনও তো জোরালো আন্দোলন শুরু হয়নি। আপনি সংলাপের মাধ্যমে সংকট নিরসন করতে পারলে বিরোধী রাজনৈতিক দলগুলো তো আন্দোলনের পথে যাবে না। সংকট নিরসনের চাবিকাঠি আপনার হাতে।’

‘আলোচনার আহ্বান তো জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অব্যাহত আছে। তবে আপনাকে কালের যাত্রার ধ্বনি শুনতে হবে। কালের যাত্রার ধ্বনি  হচ্ছে, বর্তমানে জনগণের দাবি—যা জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবির মাধ্যমে উত্থাপন করেছে। আপনি সেই অনুযায়ী পদক্ষেপ নিন।  সংলাপ ফলপ্রসূ করুন, বিরোধী দল আন্দোলনের পথে হাঁটবে না’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সংলাপে সংকট সুরাহা হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড় করছে নির্বাচন কমিশন— যা উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি নির্বাচন কমিশনের সদস্যদের মতামতকেও অগ্রাহ্য করা হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তফসিল পেছানোর আবেদন করা হলেও ইসির সচিব বলেছেন কোনো চিঠি পাইনি। এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।’

‘আমি নির্বাচন কমিশনের উদ্দেশে বলতে চাই, ‘আইনসঙ্গত ক্ষমতাবলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন। রাজনৈতিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত তফসিল ঘোষনা থেকে বিরত থাকুন’— বলেন রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সারাদেশে নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বাছাই করছে পুলিশ। স্থানীয় নির্বাচন কমিশন নির্বাচনী কর্মকর্তাদের তালিকা তৈরি করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশ তালিকা ধরে ধরে কারা সরকার দলীয় সমর্থকদের নাম বাছাই করছে নির্বাচন কর্মকর্তা হিসেবে।’

‘এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যাচাই করছে, ফোন করে জিজ্ঞাসা করছে, আপনি কোন রাজনৈতিক দলের সদস্য। যদি কোনো শিক্ষক বিএনপি সমর্থক হয়ে থাকেন, তাকে বলা হচ্ছে আপনার নির্বাচনের দায়িত্ব পালনের দরকার নেই। জনগণ এমন কর্মকাণ্ডকে ভোট কারচুপির পূর্ব প্রস্ততি বলেই মনে করছে। সরকারের হুকুমেই এমন নজিরবিহীন কর্মকাণ্ড চলছে বলে জনগণ বিশ্বাস করে’—বলেন রিজভী।

সারাবাংলা/এজেড/একে

বিএনপি. সংলাপ রিজভী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর