Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: আল্লামা শফী


৪ নভেম্বর ২০১৮ ১৫:৩৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদান উল্লেখ করে হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফী বলেছেন, , ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। আপনার যে অসামান্য অবদান আপনার শাসনামলে লাখো লাখো কওমি ওলামা সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দ্বারা ধন্য হয়েছে। আপনার এই অসামান্য অবদান ইতিহাসের সোনালী পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

বোরববার (৪ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি বোর্ডের আয়োজনে শোকরানা মাহফিলে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। মাওলানা আহমেদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি নুরুল আমিন।

হেফাজতে ইসলামের আমির বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক কোনো প্লাটফরম ও দলের সঙ্গে আমার ও হেফাজতে ইসলামের নীতিগত কোনো সংশ্লিষ্টতা নেই। মুসলমানদের ঈমান আকিদা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষাই হেফাজতে ইসলামের মূল লক্ষ্য। তাই আমার কর্মকৗশল ও সিদ্ধান্তকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই।’

লিখিত বক্তব্যে আহমেদ শফী বলেন, ‘কওমি সনদের স্বীকৃতি দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতা ও সাহসিকতার সহিত যে ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে, তা নিঃসন্দেহে কওমী ওলামায়ে একরামের প্রতি তার দরদপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ।’

এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শুকরিয়া এবং মোবারকবাদ জানান তিনি।

শফী বলেন, ‘কওমি মাদ্রাসা হচ্ছে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। সূচনা লগ্ন থেকে সরকারি প্রভাবমুক্ত থেকে আল্লাহতালার উপর নির্ভরশীল হয়ে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। বিট্রিশ আমল থেকে অত্যন্ত বৈরী পরিবেশ ও হাজারো ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে আলেম সমাজ কোরআন সুন্নাহর শিক্ষা বিকশিত করে আসছে।’

বিজ্ঞাপন

‘কওমি মাদ্রাসা মূলত জনগণেরই প্রতিষ্ঠান। জনগণ আতঙ্কিত কিংবা জনমত বিভ্রান্ত হয় এমন কাজ সংগতভাবে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণ করে না, করতে পারে না। জনগণের নৈতিক ও আত্মিক উন্নতি সাধনই তাদের অন্যতম দায়িত্ব।’

আল্লামা শফী বলেন, ‘তথ্য-প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে নানা ফিৎনাও ছড়িয়ে পড়ছে। ফলে মুসলমানদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিভেদ বাড়ছে। আমাকে ও হেফাজতে ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও মিথ্যাচার চালাচ্ছে।’

কোনো ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা ব্যক্তি বিশেষের কথায়, বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মাওলানা শফী।

মুসলিম উম্মাহর বর্তমান সংকটকালে ওলামা-একরাম ছাত্রসমাজ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সীসাদলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।

শফী বলেন, ‘সনদের স্বীকৃতির মাধ্যমে তোমাদের সামাজিক অবস্থান সুদৃঢ ও উজ্জ্বল হয়েছে। তোমাদের দ্বীন খেদমতের সুযোগ বৃদ্ধি পেয়েছে। নিজেদের মেধা ও প্রতিভা কাজে লাগিয়ে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করাই সাহসিকতার সাথে তোমাদের এগিয়ে যেতে হবে।’

শোকরানা মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফী। মাহফিলে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসসহ আরও অনেকে।

সারাবাংলা/এনআর/একে

আল্লামা শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর