সাংবাদিক শিমুল হত্যা মামলায় জামিন পেলেন মিরু
৪ নভেম্বর ২০১৮ ১৬:২২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বরখাস্ত মেয়র হালিমুল হক মিরুকে জামিন দিয়েছেন আদালত।
জামিন সংক্রান্ত বিষয়ে জারি করা রুলটি যথাযথ ঘোষণা করে রোববার (৪ নভেম্বর) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ সারাবাংলা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে।
গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দু’টি শটগান থেকে গুলি ছোড়া হয়। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধহয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।
ওই ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।
সারাবাংলা/এজেডকে/এটি
আব্দুল হাকিম শিমুল শাহজাদপুর সাংবাদিক হত্যা সিরাজগঞ্জ হালিমুল হক মিরু